মেসির চলে যাওয়ার দায় লা লিগা সভাপতির

অনলাইন ডেস্ক

বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু মেসির চলে যাওয়া নিয়ে এখনো চলছে আলোচনা। সম্প্রতি সময়ে বার্সা সভাপতির দেয়া এক বক্তব্যের পর আবারো নতুন আলোচনার সূচনা হয়েছে।

মেসি ও বার্সেলোনার মধ্যে বিচ্ছেদের জন্য লা লিগার প্রধান হাভিয়ের তেবাসকে সরাসরি দায়ী করেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।

  

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নামক নতুন নিয়মের কারণে গত অগাস্টে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে ব্যর্থ হয় বার্সেলোনা। লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের ব্যাপারে তেবাস আরও নমনীয় হলে মেসি বার্সেলোনায় থাকতে পারতেন বলে মনে করেন লাপোর্তা।  


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


তবে লাপার্তোর এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানান তেবাস।

 news24bd.tv/