যেকোন গল্পেই সত্য এবং মিথ্যা দুটোই থাকে

যেকোন গল্পেই সত্য এবং মিথ্যা দুটোই থাকে

Other

গল্প তৈরি করা মানুষের প্রাগৈতিহাসিক বৈশিষ্ট্য। এটি তার বুদ্ধিবৃত্তিরই একটি অংশ। অন্য কোন প্রাণী গল্প তৈরি করতে পারে না।  

মানুষ প্রাণী হিসেবে উন্নত হবার সাথে সাথেই নিজেকে সংগঠিত করেছে।

সে সংগঠিত করেছে মূলত বিভিন্ন গল্পের ভিত্তিতে। কতিপয় চালাক মানুষ গল্প বলেছে। যারা তার গল্পে বিশ্বাস করেছে তিনি তাদের নেতা হয়েছেন, গুরু হয়েছেন।   

গল্পর গাঁথুনি যদি শক্ত হয়, হৃদয়গ্রাহী হয়, সাথে যদি গল্প বলিয়ের অদম্য সাহস থাকে, আর 'ঠিক ঠিক' বলার মত কিছু মানুষ থাকে তাহলেই কাজটা সহজ হয়ে যাবে।

 

আরও পড়ুন:


জামালপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী উধাও, আজও মেলেনি খোঁজ

বার্সেলোনাকে উড়িয়ে দিলো বায়ার্ন

চেকের ছবি শেয়ার করে জায়েদ খান বললেন বিষয়টি অনেক গর্বের

কিয়ামতের দিন আল্লাহ যে তিন ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না


যেকোন গল্পেই সত্য এবং মিথ্যা দুটোই থাকে। যেমন শেক্সপিয়ার সত্য। আরব সত্য। শেখ জুবায়েরও সত্য। কিন্তু এদের মধ্যকার গল্পটি বানোয়াট।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক