রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যা ছিলো ছয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে চারজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তাদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর দুজন রোগী ছিলেন। আর মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ৯৪ জনের মৃত্যু হলো।   

আরও পড়ুন:


জামালপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী উধাও, আজও মেলেনি খোঁজ

বার্সেলোনাকে উড়িয়ে দিলো বায়ার্ন

চেকের ছবি শেয়ার করে জায়েদ খান বললেন বিষয়টি অনেক গর্বের

কিয়ামতের দিন আল্লাহ যে তিন ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না


এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছে হাসপাতালের এই করোনা ইউনিটে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ২২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪০ বেডের বিপরীতে ১২১ জন রোগী ভর্তি ছিলেন।

news24bd.tv নাজিম