২৩৯ কোটি টাকার প্রকল্পের কাজই শুরু হয়নি, মেয়াদ শেষ ডিসেম্বরে

২৩৯ কোটি টাকার প্রকল্পের কাজই শুরু হয়নি, মেয়াদ শেষ ডিসেম্বরে

Other

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশের দুটি সড়ক নির্মাণ ও ভূমি অধিগ্রহণে প্রায় ২৩৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। তবে মজার বিষয় হল এখনো এই প্রকল্পের কাজই শুরু হয়নি। এদিকে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি নিত্যসঙ্গী স্থানীয় ও পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের।

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ পথের চিত্র দেখলে বোঝার উপায় নেই এটা কি সড়ক না অন্য কিছু। সড়কটি এমনিতেই খানাখন্দে ভরা। তার ওপর অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। তাই বছরের পর বছর ভোগান্তিই নিত্যসঙ্গী এই পথে চলাচলকারীদের।

যদিও বঙ্গবন্ধু সাফারি পার্ক আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এ দুটি সড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। যার খরচ ধরা হয়েছে ২৩৯ কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও শুরু হয়নি কাজ।

আরও পড়ুন


১২ বছর বয়সী শিক্ষার্থীরাও টিকার আওতায় আসছে: প্রধানমন্ত্রী

লন্ডনের বিলাসবহুল হোটেলে মরিয়ম নওয়াজের ছেলের বিয়ে

বারবার রিমান্ডে পরীমণি: ক্ষমা চাইলেন দুই বিচারক

বছর না ঘুরতেই অন্তঃসত্ত্বা কাজল!


এলজিইডি'র প্রধান প্রকৌশলী আবদুল বারেক বলছেন, ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতা কাজ শুরু করা সম্ভব হয়নি।

আর জেলা জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের দাবি, ভূমি অধিগ্রহণে কোনো জটিলতা নেই। শিগগিরই শুরু হবে এই প্রকল্পের কাজ।

এদিকে খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয় ও পার্কে আসা দর্শনার্থীদের। রাস্তার বেহাল দশার কারণে সাফারি পার্কে দর্শনার্থীর সংখ্যা কমছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv এসএম