ফসল হারিয়ে বিপাকে টাঙ্গাইলের কৃষকেরা

অনলাইন ডেস্ক

বন্যায় টাঙ্গাইলের ৬ উপজেলায় কৃষিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বন্যা দুগর্ত এলাকার ৯৯০ হেক্টর জমির আমন ধান ও ২০ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

যদিও সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরণের সহায়তা করা হবে।

যমুনাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী টাঙ্গাঈল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞ্চাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দি হয় এসব উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ।

বন্যায় ৯৯০ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে যায়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা।

তারা জানান, করোনা কালের এই সময়ে লাভের আশায় ধার দেনা করে ফসল আবাদ করেছেন। এখন লাভ তো দূরের কথা ঋণ শোধ করবেন কিভাবে তা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন।

আরও পড়ুন:


জামালপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী উধাও, আজও মেলেনি খোঁজ

বার্সেলোনাকে উড়িয়ে দিলো বায়ার্ন

চেকের ছবি শেয়ার করে জায়েদ খান বললেন বিষয়টি অনেক গর্বের

কিয়ামতের দিন আল্লাহ যে তিন ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না


ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তারা।

news24bd.tv নাজিম