প্রথমবারের মতো অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে বাংলাদেশ

প্রথমবারের মতো অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লীগে শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে গ্রাজ ক্রিকেট একাডেমিকে ৫ উইকেট হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বিসিসিএ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রাজ ক্রিকেট একাডেমি।  

বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ ২০ ওভার শেষে ১২৩ রান সংগ্রহ করে গ্রাজ ক্রিকেট একাডেমি। উজ্জ্বল মজুমদার এবং আবদুল্লাহ আহমেদ তিনটি করে উইকেট নেন।

এছাড়া অধিনায়ক রাকিব ইসলাম ও ইকবাল আহমেদ একটি করে উইকেট নেন।  

জবাবে ব্যাট করতে নেমে জায়েদ বিন শহীদ এবং আরিফ খানের অনবদ্য ৭১ রানের জুটি জয়ের পথ সুগম করে দেয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  

প্রথম বারের মতো অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট  লীগের ফাইনাল খেলায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরাও ব্যাপক আনন্দিত।

প্রবাসি বাংলাদেশিদের আশা ফাইনালে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া।  

আরও পড়ুন


লন্ডনের বিলাসবহুল হোটেলে মরিয়ম নওয়াজের ছেলের বিয়ে

বারবার রিমান্ডে পরীমণি: ক্ষমা চাইলেন দুই বিচারক

বছর না ঘুরতেই অন্তঃসত্ত্বা কাজল!

বাণিজ্য মেলা হবে এবার নতুন স্থানে, ১ জানুয়ারি থেকে শুরু


NEWS24.TV / কেআই