দ্বিতীয় দফায় টাকা না পেয়ে যৌন হয়রানি ভিডিও ফেসবুকে দিল ‌‘বখাটেরা’

দ্বিতীয় দফায় টাকা না পেয়ে যৌন হয়রানি ভিডিও ফেসবুকে দিল ‌‘বখাটেরা’

অনলাইন ডেস্ক

পঞ্চাশোর্ধ্ব বিধবা নারীকে যৌন হেনস্তা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সিলেটের কানাইঘাটের এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার আগতালুক গ্রামের বরকত উল্লার ছেলে বড় আব্দুল্লাহ (৩৫), একই গ্রামের রফিক আহমদের ছেলে সায়েদ উল্লাহ (৩০)।

তারা দুজন ছাড়াও একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জব্বার (২২) ও নুর উদ্দিনের ছেলে আব্দুল্লাহকে (২৫) অভিযুক্ত করে ১৩ সেপ্টেম্বর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই বৃদ্ধা।

আরও পড়ুন: 


সরকারি আটায় রুটি তৈরি করা কারখানায় অভিযান চলছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া চলে গেলেন

ঘাস সংগ্রহ করতে নাগর নদী পার হচ্ছিল মৃত দুই নারী

নীলফামারীতে বিমান কোস্টার সার্ভিস উদ্বোধন


এর আগে গত ২৩ আগস্ট ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে যৌন নির্যাতন ও হেনস্তা করে ভিডিও ধারণ করে অভিযুক্তরা।

পরে ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বৃদ্ধার কাছ থেকে প্রথমে ২০ হাজার টাকা নেয় চক্রটির সদস্যরা।

পরে মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি দিতে অপরাগতা প্রকাশ করলে তারা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

news24bd.tv তৌহিদ