শুরু হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভের নির্মাণ কাজ

Other

প্রায় সমীক্ষা শেষ। কিছুদিনের মধ্যেই শুরু হবে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভের নির্মাণ কাজ। সাগর পাড় ঘেঁষে নির্মিত চট্টগ্রামের আউটার রিংরোড হয়ে টানেল দিয়েই প্রবেশ করবে গাড়ি।  

প্রায় ২৫০কিলোমিটার দীর্ঘ মেরিনড্রাইভ দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছতে সময় লাগবে আড়াই ঘন্টা।

ফোর লেইনের এই সড়কেই কক্সবাজারে খুলবে পর্যটনের নতুন দুয়ার বললেন বিশ্লেষকরা।  

বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

প্রায় ২৫০ কিলোমিটারের এ সড়কই হতে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ। এটি বাংলাদেশকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত মেরিন ড্রাইভও যুক্ত হবে এই ফোরলেইন সড়কে।


কিছুদিনের মধ্যেই শুরু হবে নির্মান কাজ।

এই মেরিন ড্রাইভের সমীক্ষার কাজ করছে অস্টেলিয়ার এসএমইসি নামে একটি প্রতিষ্ঠান। এটির নির্মান ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

news24bd.tv/আলী