দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিষেক হতে যাচ্ছে বলিউডে। জয়া আহসানের বিপরিতে অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর । ভারতের আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করেছে।
নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি হিন্দি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন।
সায়ন্তনের কথায়, ‘এখানে চারু মজুমদার হবেন নওয়াজ। জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার। ’
বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার
বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!
দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন
চলতি বছরের দুর্গাপুজার পরে আরও একঝাঁক তারকার নাম সামনে আনবে সায়ন্তন-অরিন্দম চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সিনেক্স। কলকাতার পাশাপাশি মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ, চীন ও রাশিয়াতে সিরিজটির চিত্রায়ন হবে।
news24bd.tv/আলী