আমিরাতে আইপিএল, মাঠে আসবে দর্শক

আমিরাতে আইপিএল, মাঠে আসবে দর্শক

অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঝপথেই বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর আবারও শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি পর্ব। তবে  আইপিএলে বাকি খেলা হবে আরব আমিরাতে। সেই সঙ্গে এবার গ্যালারিতে ফিরছে দর্শক।

সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলে প্রথম ম্যাচ থেকেই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।

২০১৯ সালের পর আইপিএলের ম্যাচে প্রথমবারের মতো দর্শকদের দেখা যাবে। তবে কত শতাংশ দর্শক ফেরানো হবে তা নিশ্চিত করা হয়নি। আসর শুরুর আগে ১৬ তারিখ থেকে ম্যাচের টিকিট ছাড়বে আয়োজকরা।

 

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয় ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তিনবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


এর আগে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই বন্ধ হয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ভারতের বদলে আরব আমিরাতের মাটিতে আয়োজন করা হচ্ছে আসরের বাকি অংশ।

news24bd.tv/আলী