মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন বরিস জনসন

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিন মন্ত্রীকে বরখাস্ত করা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায়  নিয়োগ দিয়েছেন লিজ ট্রাসকে। ৪৬ বছর বয়সী ট্রাস গত দু’বছর বাণিজ্যমন্ত্রী সামলাচ্ছিলেন। তবে রাবকে করা হয়েছে নয়া আইনমন্ত্রী।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর সংকট দক্ষ হাতে সামাল দিতে না পারা নিয়ে সমালোচনার মুখে রাবকে দপ্তর পরিবর্তন করলেন বরিস জনসন।

আরও পড়ুন: 


নামাজ আদায়সহ যেসব আমল আল্লাহর প্রিয়

বার্থ সার্টিফিকেটের মাধ্যমে জানা গেল নুসরাতের ছেলের পিতৃপরিচ‍য়

বান্দরবানে একই পরিবারের তিনজন নিখোঁজ


ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য ডমিনিক  রাবকে লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রী হিসাবেও নিয়োগ দিচ্ছেন।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক