বান্দরবানে ঝিরিতে ভেসে যাওয়া মা-মেয়ের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বান্দরবানে ঝিরিতে ভেসে যাওয়া মা-মেয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

বান্দরবান সদর উপজেলার ৩ নং সদর ইউনিয়নে জুম থেকে ফেরার পথে একটি পাহাড়ি ঝিরিতে গোসল করতে নেমে নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরেক সন্তান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে চিম্বুক এলাকার লাইমিপাড়া থেকে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে।

বান্দরবানের সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগদীশ ত্রিপুরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, তারা ঘটনাস্থলে আসছে।

আরও পড়ুন


চাকরির কথা বলে ফাঁকা বাড়িতে ডেকে ৮ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ

বান্দরবানে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে ২ সন্তানসহ মা নিখোঁজ

করোনায় গত ২৪ ঘণ্টায় আবারও ১০ হাজারের কাছাকাছি মৃত্যু

রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে হারাল রিয়াল মাদ্রিদ


সন্ধান পাওয়া মারা যাওয়া দুজন হলেন - মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪) ও মেয়ে বিনিতা ত্রিপুরা (১৩)। আর এখনো নিখোঁজ ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।  

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণাতি ত্রিপুরা তার মেয়ে ও ছেলেকে নিয়ে রাঙ্গাঝিরিতে গোসল করতে নামেন।

এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রবল স্রোতে তিনজনই ভেসে গিয়ে নিখোঁজ হন।

news24bd.tv এসএম