মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে, করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ ভালুকা আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার গোলাম মোস্তফা (৬০)। এছাড়া ময়মনসিংহ সদরের নজিরন নেছা (৭০) এবং নেত্রকোনা পূর্বধলা উপজেলার জোবেদা বেগম (৯০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন।

আরও পড়ুন: 


বাংলাদেশি মিথিলার প্রশংসা করলেন বলিউড নির্মাতা!

ঢাকার যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ থাকবে

ইউয়েফা চ্যাস্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই হোঁচট খেল মেসি-নেইমাররা

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন বরিস জনসন


উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬৬ জন মারা গেছেন। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছ ৯০১ জনের।  

news24bd.tv রিমু