দ্বিতীয় দিনও ‍রুদ্ধদ্বার আলোচনা

পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

Other

আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মতামত জানতে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পেশাজীবি এবং অন্যদের সঙ্গেও আরো দু-একটি বৈঠক হতে পারে।  

দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বুধবার বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

অংশ নেন দলের যুগ্মমহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদক পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া শীর্ষনেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। শেষহয় রাত পৌনে ১২টায়। পরে মহাসচিব জানান সাংগঠনিক ভিত্তি সবল করতেই এই বৈঠক।

মঙ্গলবার শুরু হওয়া এই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আরো দু-একটি বৈঠক হবে বলেও জানান মির্জা ফখরুল।


আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ থাকবে কিনা, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন বাস্তবায়নে বাধ্য করতে হলে দলের অবস্থান কি হবে - এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান নেতারা।

আরও পড়ুন:


আইএস বধূ শামীমা বাংলাদেশে নয়, ফিরতে চান ব্রিটেনে

করোনায় গত ২৪ ঘণ্টায় আবারও ১০ হাজারের কাছাকাছি মৃত্যু

রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে হারাল রিয়াল মাদ্রিদ

চট্টগ্রামের উপকূলে মিলল তিনটি মৃত ডলফিন!


NEWS24.TV / কামরুল