১১ সাংবাদিকের ব্যাংক হিসাব চেয়ে দুদক'র চিঠি, যা বললেন তথ্যমন্ত্রী

১১ সাংবাদিকের ব্যাংক হিসাব চেয়ে দুদক'র চিঠি, যা বললেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১১ সাংবাদিকের ব্যাংক হিসাব চেয়ে দুদক এর চিঠির দেওয়ার কোনো কারণ খুঁজে পান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহামুদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) একাংশের বার্ষিক সাধারণ সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় এ নিয়ে সাংবাদিকদের কোনো উদ্বিগ্ন না হওয়ার আহ্বারন জানান তথ্যমন্ত্রী।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: 


স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর পলাতক

চীনে ১০ কি.মি. গভীরতার শক্তিশালী ভূমিকম্পের হানা

দুবলার চর থেকে খুলনা কাঁকড়া পরিবহনে বাধা নেই: হাইকোর্ট


অনুষ্ঠানে বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরতে গণমাধ্যমের বিরাট ভূমিকা রাখছে। তবে সরকারের সাফল্যকে আড়াল করার জন্য আরেকটি গ্রুপ নেতিবাচক ভূমিকা রাখছে।

সিনিয়র  সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোল্লা জালাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদন সাজ্জাদ আলম খান তপু সহ ডিইউজের কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর