সৈকতে 'সানবাথ' এর সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা

সৈকতে 'সানবাথ' এর সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা

অনলাইন ডেস্ক

সমুদ্র সৈকতে প্রায়ই বিকিনি পরে রৌদ্রস্নান করতে দেখা যায় ইউরোপীয় নারীদের। তবে সৈকতে এমন রৌদ্রস্নানের স্বপ্ন নিষিদ্ধই ছিলো সৌদি আরবের নারীদের জন্য। এবার সৌদি নারীদের সেই স্বপ্ন পূরণ করতে নারীদের জন্য ব্যক্তিগত সৈকত ক্লাবের ব্যবস্থা করে দিচ্ছে ‘দ্যা ১৮০ বিচ ক্লাব’নামে দেশটিরই একটি প্রতিষ্ঠান।

ক্লাবের জন্য তারা বেছে নিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বহুল পরিচিত পর্যটন শহর আল খোবারকে।

সমুদ্র ঘেঁষে ৪৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বসানো হয়েছে ৪শ'টি সানবেড, যেখানে শুয়ে শুয়ে রোদ্রস্নান করবেন নারীরা। তবে করোনাভাইরাসের জন্য সামাজিক দূরত্ব মানতে এসব সানবেড বসানো হয়েছে নিরাপদ দূরত্বে।

মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স হবার পরে গাড়ি চালানোর অনুমতিসহ নারীদের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা দিয়েছে সৌদি আরব। এই বিচ ক্লাবও যেন এসবেরই প্রতিফলন।

আরও পড়ুন:

নীলফামারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

দেড় কোটি ছাড়িয়ে ফলোয়ার, ভক্তদের উদ্দেশে যা বললেন সাকিব

নুসরাতকে আর সমর্থন দেবেন না তসলিমা নাসরিন

অবশেষে মৃত্যুর ৫ বছর পর ‘ছাড়পত্র’ পেল দিতির শেষ সিনেমা


২০২০ সালে যাত্রা শুরু করা এই ক্লাবে নারীদের জন্য রয়েছে ম্যাসেজ, পেডিকিউর, বিচ হেয়ারস্টাইল, স্পাসহ সব ব্যবস্থা। এছাড়া খাদ্য ও পানীয়, ডাইনিং, ডিজে, লাইভ শোর অত্যাধুনিক ব্যবস্থা রেখেছে হোটেল কর্তৃপক্ষ। তবে নারীদের গোপনীয়তা রক্ষার্থে এই ক্লাবে ক্যামেরার প্রবেশ একেবারেই নিষিদ্ধ। নেই পুরুষের প্রবেশাধিকারও।

news24bd.tv/ নকিব