ক্ষেপে রমিজের টুইট, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে!

ক্ষেপে রমিজের টুইট, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে!

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসির কাছে বিচার দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক রমিজ রাজা। রমিজ রাজার প্রশ্ন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে!

নিউজিল্যান্ড এভাবে সফর বাতিল করায় যাঁদের সবচেয়ে বেশি খারাপ লাগছে, তাঁদের মধ্যে রমিজ রাজার একজন হওয়ার কথা।

গুঞ্জন সত্যি করে দিন তিনেক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

এরপর নিউজিল্যান্ডের পাকিস্তান সফরই ছিল রমিজের সময়ে প্রথম কোনো দলের পাকিস্তানে যাওয়া।

আর ও পড়ুন: 


সমুদ্রে নামতে মানতে হবে এই ১০ নির্দেশনা

হাতিয়ায় দেশীয় বন্দুক, তাজা গোলা ও পাইরোটেকনিক উদ্ধার

তিন কিউই ক্রিকেটারের করোনা শনাক্ত, পাকিস্তান সিরিজ বাতিল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ


তা পাকিস্তানে তো নিরাপত্তা নিয়ে শঙ্কা সব সময়ই থাকে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের প্রতিবেশী দেশ হওয়ায় পাকিস্তানকে নিয়ে শঙ্কাটা আরও বেড়েছে।

সেই নিরাপত্তা নিয়ে শঙ্কাকেই কারণ দেখিয়ে সরে গেল নিউজিল্যান্ড।

পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান  বলেছেন, ‘অনেক পাগলাটে একটা দিন গেল! সমর্থক ও আমাদের খেলোয়াড়দের জন্য খুব খারাপ লাগছে। ’

তবে নিউজিল্যান্ডের এভাবে হঠাৎ করে একপক্ষীয় সিদ্ধান্তে সফর বাতিল করা নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ।

‘নিরাপত্তাহুমকির ব্যাপারে একপক্ষীয় সিদ্ধান্ত নিয়ে এভাবে সফর থেকে সরে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন (হুমকির ব্যাপারে পাকিস্তানকে) কোনো কিছু না জানিয়েই তা করা হলো। ’

নিউজিল্যান্ডের এমন আচরণে বিস্মিত রমিজ পরে টুইটে প্রশ্ন করেন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে!

সবশেষে নিউজিল্যান্ডকে আইসিসির দরবারে নিয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন রমিজ, ‘আইসিসির দরবারে নিউজিল্যান্ড আমাদের জবাব পাবে। ’

আজ রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর লাহোরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। রাওয়ালপিন্ডির এ ম্যাচে থাকার কথা ছিল দর্শকেরও।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর