বেশীরভাগ নেতাই দলের স্থবিরতা ভেঙ্গে যেতে চায় রাজপথের আন্দোলনে

Other

বিএনপির তিনদিনব্যাপী সিরিজ বৈঠকে বেশিরভাগ নেতাই দ্বাদশ সংসদ নির্বাচনকে, নির্দলীয় করতে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। সেই সাথে নির্বাচনি ঐক্য করার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুঝে-শুনে জোট গঠনের কথাই বলেছেন তারা। সাংগঠনিক ও রাজনৈতিক দিকগুলো তুলে ধরে দলের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা।  

আগামীদিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করতে তিদদিনের ধারাবাহিক বৈঠক শেষ করেছে বিএনপি।

এতে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সম্পাদকমন্ডলী এবং অঙ্গ সংগঠনের নেতারা মত দিয়েছে দলের হাইকমান্ডকে। বেশীরভাগ নেতাই দলের স্থবিরতা ভেঙ্গে যেতে চায় রাজপথের আন্দোলনে।

তবে বিগত নির্বাচনসহ সিনিয়রদের নানা ভুল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে, মধ্যসারির নেতারা। নিস্ক্রিয়দের তালিকা করে, সক্রিয়দের নেতৃত্বে আনার দাবিও তাদের।

অঙ্গসংগঠনের নেতারা সভায়  জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সমালোচনা করেন। এবং কেন্দ্রীয় অনেক নেতাকে আন্দোলন সংগ্রামে পাশে পাওয়া যায় না বলে হাইকমান্ডের কাছে অভিযোগ করেন।

আরও পড়ুন


আশ্রয়ণ প্রকল্প: এটা তো দুর্নীতির জন্য হয়নি, এটা কারা করলো?

আগের স্ত্রীকে তালাক না দিয়েই মাহিকে বিয়ে করেছে রাকিব

আমরা কখনো জানতামও না যে এই সম্পদ আমাদেরই ছিলো

নাশকতার মামলায় নওগাঁর পৌর মেয়র সনিসহ বিএনপির ৩ নেতা কারাগারে


 

সিরিজ বৈঠক শেষে দলের মহাসচিব জানান, এখনো কিছু কার্যনির্বাহী সদস্য , জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পেশাজীবীদের নিয়ে বৈঠক করার কথা আছে দলের। এরপরই ধাপে ধাপে আন্দোলনের দিকে এগোবে বিএনপি।

news24bd.tv/আলী