নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ইরান থেকে জ্বালানি তেলের বহর লেবাননে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা স্বত্তেও ইরান থেকে পাঠানো জ্বালানি তেলের বহর অবশেষে লেবাননে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাংকারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেওয়া হয়েছে।

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানান, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান ও হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা হয়।

 

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


বৃহস্পতিবার ৮টি বিশাল লরিতে মোট চার বহরে ইরানি তেল লেবাননে আসে। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনের বরাতে বিবিসি জানায়, মোট ৪০ লাখ লিটার জ্বালানি তেল পৌছেছে লেবাননে। তবে এই তেল মূলত হাসপাতাল এবং অতি জরুরি খাতেই ব্যবহার করা হবে।

news24bd.tv নাজিম