ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকাল ৩ টা ৩৭ মিনিটে ফিনল্যান্ডের হেলসিংকিতে পৌঁছায়। এ সময় ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম (অনাবাসিক) হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দুইদিনের যাত্রা বিরতি শেষে রোববার বিকেল নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।    

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


এর আগে, শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমানের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী হেলসিংকির উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মহামারীর মধ্যে ১৯ মাস পর এটাই তার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইতালি সফরে গিয়েছিলেন।

news24bd.tv নাজিম