পশ্চিমবঙ্গে অজানা জ্বর নিয়ে ৭৫০ শিশু হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

ভারতের ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়তে শুরু করেছে। বিশেষ করে দিল্লীর হাসপাতালগুলোতে ভীড় বেড়েছে প্রচুর। এরইমধ্যে রাজধানীতে ১৫৮ রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ ১ হাজার ১৩০ কর্মকর্তা, তেরশ’ মাঠকর্মী কাজ করছেন।

এর পাশাপাশি ৫৫০টি ফগিং মেশিন, আটটি ভারি গাড়ি, চারটি পাওয়ার ট্যাঙ্কার, এক হাজার ৭০টি হ্যান্ড পাম্প এবং ৪৬টি মোটর পাম্প ওষুধ ছিটানোর কাজে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন।  

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


অন্যদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও উত্তরবঙ্গে অজানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৭৫০ জন শিশু। তার মধ্যে ছয় জন মারা গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে জ্বরের কারণে শিশুমৃত্যুর খবর অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, যেসব শিশু মারা গেছে, তাদের অন্য রোগ ছিলো।

news24bd.tv নাজিম