নির্বাচনী এলাকায় ২০ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ

নির্বাচনী এলাকায় ২০ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ

অনলাইন ডেস্ক

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ৯টি পৌরসভা ও ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ-সংক্রান্ত্র একটি নির্দেশনা জারি করে বৃহস্পতিবার সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৯টি পৌরসভা এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগদানের জন্য পরামর্শ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

news24bd.tv নাজিম