বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান লিগ শিরোপা চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় রবিনিয়ো।

শিরোপা নির্ধারন হয়ে গেছে অনেক আগে।

তাতে কি? নিজেদের জয়ের ধারা অব্যাবহ রেখেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশে প্রিমিয়ার লিগে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। প্রথমার্ধ গোল শূণ্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে এক গোল আদায় করে নেয় কিংস।

ম্যাচের শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা।

তবে নিখুত ফিনিংসের অভাবটা ভুগাচ্ছিল কিংসদের। ম্যাচের ৩৬ মিনিটে সব থেকে সহজ সুযোগ চায় কিংসলে। অনেকটা ফাকা জাল পেয়েও বল জড়াতে পারেনি বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া এই প্লেয়ার। তবে ঠিক তার দুই মিনিট পরেই কিংসের গোল মুখে দারুন এক শট নেন শেখ রাসেলে রুমন। তবে ভাগ্য সহায় না হওয়া বল ফিরে আসে বারপোস্টে লেগে। গোলশুন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ্য।

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


 

দ্বিতীয়ার্ধে এসে আক্রমনের ধার বাড়ায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৭৯ মিনিটে এসে ম্যাচের একমাত্র গোলের দেখা পাওয়া যায়। ডি বাক্সে শেখ রাসেলের এক প্লেয়ারের হাতে বল লাগলে পেনাল্টি পায় কিংস। রবিনিয়োর জাল খুজে পেলে জয়সূচক গোল পায় বসুন্ধরা কিংস।

এই জয়ে ২৩ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট পেলো বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আগামী সোমবার লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বাংলার কিংসরা।

news24bd.tv/আলী