শেষ মুহুর্তে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল

অনলাইন ডেস্ক

পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে। তবে নির্ধারিত সময়ে মাঠে টস হওয়ার আগেই শোনা গেল সিরিজ হচ্ছে না। শুধু ওয়ানডে সিরিজ না নিরাপত্তাজনিত কারণে কিউইরা বাতিল করেছে টি-টোয়েন্টি সিরিজও।

সিরিজ বাতিলের খবর পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই ক্রিকেট বোর্ডই নিশ্চিত করেছে।

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার কিউই দলকে পাকিস্তান সফর বাতিলের নির্দেশ দিয়েছে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি, তারা পুরো সিরিজের কারণে নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এমনকি পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আরডার্নকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

 

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


 

বিশ্বের অন্যতম সেরা ইন্টিলিজেন্স সিস্টেম থাকার কথা উল্লেখ করলেও মন গলেনি নিউজিল্যান্ডের। তারা শেষ মুহুর্তে বাতিল করেছে পুরো সফর।

news24bd.tv/আলী