প্রকাশ্যে অস্ত্রের মহড়া : উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশ্যে অস্ত্রের মহড়া : উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এবং সহযোগী যুবরাজসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে অস্ত্র হাতে জায়গা দখল করতে যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়ার আমিরাবাদের মা-মনি হাসপাতালের পাশে তিনি দলবল নিয়ে জায়গা দখল করতে যান।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে উপজেলা চেয়ারম্যানকে অস্ত্র হাতে দেখা গেছে, এক পর্যায়ে সেই অস্ত্র পাশের একজনের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান।

একই সাথে তার সাঙ্গপাঙ্গদের হাতেও আছে অস্ত্র। এ সময় ভুক্তভোগী পরিবারের বসতঘর লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। তাই আতঙ্কে ঘর ছাড়া ভুক্তভোগী পরিবার।

স্থানীয়রা বলছেন, অস্ত্রধারীরা ঘটনাস্থল ছাড়ার পর পুলিশ আসে।

বাবুল জানান জীবন এবং সম্পদ বাঁচাতে ব্যবহার করেছেন অস্ত্র।

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


জনসম্মুখে লাইসেন্স করা অস্ত্র ব্যবহারের কোন সুযোগ নেই বলছে পুলিশ। অস্ত্র কান্ডে ক্ষুব্ধ আওয়ামীলীগ নেতারাও। এই মহড়ায় অংশ নেয়াদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

কয়েকদিন আগেই  পাশ্ববর্তী এলাকা চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে অস্ত্রবাজীর ঘটনায় যুবলীগ নেতা গিয়াসকে সহযোগিসহ গ্রেফতার করে র‌্যাব।

news24bd.tv/আলী