শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন ফেরাতে আসছে ফ্লেয়ার হান্ট ১.০
এসএজিসি ফটোগ্রাফি ক্লাব ও আর্ট এন্ড ক্রাফট ক্লাব এর যৌথ উদ্যোগে

শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন ফেরাতে আসছে ফ্লেয়ার হান্ট ১.০

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে আলোকচিত্র এবং চারু ও কারুকলা বিষয়ক মেগা উৎসব ফ্লেয়ার হান্ট ১.০ (FLAIR HUNT 1.0)।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জীবনে গতি ফিরিয়ে আনতে করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো  খুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগ গ্রহণে শিক্ষার্থীসহ সবাই  খুবই আনন্দিত। এই আনন্দকে বহুগুণে বৃদ্ধি করা ও শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন পুনরায় ফিরিয়ে  আনার পাশাপাশি তাদের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে শহিদ বীর-উত্তম লে.আনোয়ার গার্লস কলেজের "এস.এ.জি.সি ফটোগ্রাফি ক্লাব" ও "আর্ট এন্ড ক্রাফট ক্লাব" সম্মিলিতভাবে আয়োজন করেছে ফ্লেয়ার হান্ট ১.০।

  

মেগা ফেস্টিভ্যালের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


 

শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের এ আয়োজন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এতে মোট ১৬ টি আকর্ষণীয় সেগমেন্টে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ফেস্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে "SAGC Photography Club" কিংবা "SAGC Art and Craft Club" এর ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন।

news24bd.tv/আলী