পুলিশের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খোলায় গ্রেফতার ২

পুলিশের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খোলায় গ্রেফতার ২

Other

বাংলাদেশ পুলিশের নামে ফেসবুকে ভুয়া একাউন্ট খোলায় ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গয়েন্দা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলো কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে আনারুল ইসলাম (১৯) ও একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মেহেদী হাসান(২২)।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন:


একবার বিদ্রোহী হলে আজীবন নৌকা থেকে বঞ্চিত

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা

করোনায় স্কুল বন্ধ থাকায় শ্রেণিকক্ষে সপরিবারে বসবাস

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে 'বাংলাদেশ পুলিশের' নামে ফেসবুক পেজ ও গ্রপ খুলে পুলিশে নিয়োগের নামে প্রতারণাসহ বিভিন্ন রকম তথ্য পোস্ট করে জনগণের মধ্যে বিভ্রান্তি  করে আসছিল তারা। বিষয়টি পুলিশ তদন্ত করে নিশ্চিত হওয়ার পর রাখালগাছি ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রাম থেকে শুক্রবার তাদের আটক করা হয়। এরপর ফেসবুকে একাধিক একাউন্ট ও ফেসবুক পেজ সম্পর্কে জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক