মোদির জন্মদিনে ভারতে টিকাদানের বিশ্বরেকর্ড

মোদির জন্মদিনে ভারতে টিকাদানের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদানে রেকর্ড গড়েছে ভারত। শুক্রবার দেশটিতে (১৭ সেপ্টেম্বর) ২ কোটি ৫০ লাখ ১৬৬ ডোজ টিকা দেওয়া হয়েছে।

রাতে টুইটারে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, 'ওই সময় পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২ কোটি ২৫ লাখ দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দেশ এক কোটি টিকাদানের লক্ষ্য ইতিমধ্যেই পূর্ণ হয়েছে।

আমরা দ্রুত টিকা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত যে আজ আমরা দেশে টিকাদানের নতুন রেকর্ড গড়ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তা জন্মদিনে উপহার হিসেবে দেব। '

মোদিও টিকাদান নিয়ে টুইটে লেখেন, ‘আজকের রেকর্ড টিকাদানে সমস্ত ভারতীয়রা গর্বিত হবেন।

আমি আমাদের চিকিৎসক, নার্স, সহায়ক, স্বাস্থ্যকর্মী, প্রথমসারির যোদ্ধাদের ধন্যবাদ জানাই। তাদের জন্যই টিকাকরণ কর্মসূচি সফল হয়েছে। ’

মোদির জন্মদিনে দেশটিতে আড়াই কোটি ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। এর আগে জুন মাসে চীন একদিনে ২ কোটি ৪৭ লাখ টিকা দিয়েছিল, যা একদিন রেকর্ড টিকাদান ছিল।  

আরও পড়ুন:

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ছাত্রকে যৌন হয়রানি ২৭ বছরের তরুণীর, ২০ বছরের কারাদণ্ড

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


টিকাদানে নতুন বিশ্ব রেকর্ড গড়ায় ভারতকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া কার্যালয় টুইটে লিখেছে, ‘নতুন মাইলফলক ছোঁয়ায় ভারতকে অভিনন্দন। ’

সরকারি সূত্রে জানা গেছে, ভারতে এদিন প্রতি সেকেন্ডে প্রায় ৮০০ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মিনিটে টিকা পেয়েছেন ৪৮ হাজার জন।

news24bd.tv/ নকিব