বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবিধানিক সরকার হবে। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে এবং সেটির দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।
কৃষিমন্ত্রী বলেন, আন্দোলনের ভয় আপনারা দেখাবেন না।
আরও পড়ুন:
অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ
বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু
ছাত্রকে যৌন হয়রানি ২৭ বছরের তরুণীর, ২০ বছরের কারাদণ্ড
ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও জেলা শ্রমিক ফেডারেশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
news24bd.tv/ নকিব