হতাশায় নিউজিল্যান্ডকে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

হতাশায় নিউজিল্যান্ডকে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে (১৭ সেপ্টেম্বর) টসের ঠিক আগ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিল করেই দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। দেড় যুগ পর পাকিস্তানে খেলতে আসা অতিথিদের এমন আচরণে হতাশ সদ্যনিযুক্ত পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে জানায়, তাদের সরকারের ধারণা পাকিস্তানে অবস্থানরত জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তাই দেশে ফিরে যেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


এমন সিদ্ধান্তের পর বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে নিয়ে যাবেন বলে জানিয়ে রমিজ রাজা এক টুইটে বলেন, ‘দিনটি হতাশার। সমর্থক ও খেলোয়াড়দের জন্য খুব খারাপ লাগছে। নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ প্রত্যাহার করে নেয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন সিদ্ধান্তটি হঠাৎ করে আসে।

নিউজিল্যান্ড আসলে কোন দুনিয়ায় বসবাস করছে। আইসিসিতেই এর জবাব দিতে হবে। ’

news24bd.tv/ নকিব