সোনাগাজী পৌরসভা নির্বাচনে আ.লীগ ছাড়া অন্য কোনো বড় দল নেই

Other

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বড় দল নেই। ছোট দলের মধ্যেও ইসলামী আন্দোলন ছাড়া নেই অন্য কোনো রাজনৈতিক দল। ফলে নির্বাচনের উত্তাপ একেবারেই লাগেনি এখানকার নির্বাচনী মাঠে। একটি সাধারণ ওয়ার্ডে বিএনপি সমর্থিত একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সে ওয়ার্ডে কিছুটা আমেজ থাকলেও রয়েছে শংকা। ভোটাররা চায় একটি সুষ্ঠু নির্বাচন। প্রশাসনও আশ্বাস দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের।  

প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচারণায় কিছুটা সরগরম সোনাগাজী উপজেলা শহর।

রাজনৈতিক উত্তাপ না থাকায় ভোটারদের আগ্রহে কিছুটা ভাটা পড়লেও তারা আশা করেন সুষ্ঠু নির্বাচনের। পরিবেশ ভালো থাকলে কেন্দ্রে যাবেন বলেও জানান অনেকে।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন, সাবেক যুবলীগ নেতা শেখ সেলিম, স্বতন্ত্র প্রার্থী আবু নাছের ও ইসলামী আন্দোলনের প্রার্থী হিজুবল্লাহ। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলামের।

আরও পড়ুন:


নোটিশ দিয়ে ইভ্যালির অফিস বন্ধ রাখার ঘোষণা

ইভ্যালির বিরুদ্ধে এবার যশোরে লিখিত অভিযোগ

ইভ্যালী-পঞ্জি স্কীমস: কই এর তেলে তিমি ভাজা!

যদি পারি অবশ্যই আমি বাংলায় গান গাইবো : ইয়োহানি


৯টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। ২ ও ৩ নং ওয়ার্ড ছাড়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। ৪,৫,৬ ওয়ার্ডে এক নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে দাবি প্রশাসনের।

সোনাগাজী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৫ জন। পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন। নারী ভোটার ৭ হাজার ৮৫৮ জন।

NEWS24.TV / কামরুল