কুষ্টিয়ার কহিনূর ভিলা গণহত্যা দিবস

Other

১৮ সেপ্টেম্বর। কুষ্টিয়ার কহিনূর ভিলা গণহত্যা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই বাড়ির ১৬ জনকেই গলাকেটে হত্যা করে রাজাকার ও বিহারীরা। মুক্তিযোদ্ধাদের সহায়তা করে স্বাধীনতার পক্ষে থাকায় একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেলেও তাদের স্মৃতি রক্ষায় নেয়া হয়নি কোন উদ্যোগ।

বাড়ির সামনে যে স্মৃতিফলক আছে সেখানে অস্পস্ট হয়ে গেছে শহিদদের নাম।

১৯৭১ সালে ১৮ সেপ্টেম্বর সকালে এই বাড়ির সামনে ড্রেনে রক্ত দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। তখনও কেউ বুঝতেই পারেনি রাত গভীরে কী নৃশংসতা চলেছে কহিনূর ভিলায়। মুক্তিযোদ্ধাদের রুটি আর পানি দেয়ার অপরাধে রাজাকার ও বিহারীরা বাড়ির ১৬ জনকে গলা কেটে হত্যা করে।

আরও পড়ুন:


নোটিশ দিয়ে ইভ্যালির অফিস বন্ধ রাখার ঘোষণা

ইভ্যালির বিরুদ্ধে এবার যশোরে লিখিত অভিযোগ

ইভ্যালী-পঞ্জি স্কীমস: কই এর তেলে তিমি ভাজা!

যদি পারি অবশ্যই আমি বাংলায় গান গাইবো : ইয়োহানি


বিভৎস মরদেহগুলো বাড়ির পেছনেই গণকবর দেন স্থানীয়রা। দেশ স্বাধীনের পর এই পরিবারের উত্তরসূরীরা ভারত থেকে এসে কহিনূর ভিলায় বসবাস শুরু করেন। এ গণহত্যার শিকার যারা আজো পায়নি শহিদের মর্যাদা, নেয়া হয়নি স্মৃতি সংরক্ষণের উদ্যোগ

কোন উদ্যোগ নেয়া হবে কী না- প্রশ্ন ছিলো জেলা প্রশাসকের কাছে।

কহিনূর ভিলাকে অধিগ্রহণ করে স্মৃতি জাদুঘর করার প্রস্তাব রয়েছে মুক্তিযোদ্ধাদের।

NEWS24.TV / কামরুল