আবুধাবিতে অনুশীলনে সাকিব

আবুধাবিতে অনুশীলনে সাকিব

অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঝপথেই বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর আবারও শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি পর্ব। আইপিএলের চতুর্দশ আসরের দ্বিতীয় পর্বে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টিন শেষ করে সাকিব শুরু করেছেন অনুশীলনও।

রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে আইপিএলের অসমাপ্ত অংশের খেলা। আইপিএলে অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেন সাকিব। এরপর তিনি ছিলেন কোয়ারেন্টিনে।

কোয়ারেন্টিন শেষ করে শনিবার (১৮ সেপ্টেম্বর) দলের অনুশীলনে যোগ দেন সাকিব।

সাকিব দলের সাথে যোগ দেওয়ায় কলকাতার স্কোয়াড পূর্ণ হল। সাকিবের আগেই দলের বাকি ক্রিকেটাররা কোয়ারেন্টিন শেষ করে দলে যোগ দেন।

এবারের আইপিএলে সাকিব অবশ্য একাদশে নিয়মিত নন। পুরনো দলে ফিরলেও টিম কম্বিনেশনের কারণে বেশিরভাগ ম্যাচে থাকতে হচ্ছে একাদশের বাইরে। তবে আইপিএলে খেলা আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচেই।

বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

বিশ্বকাপের আগে সাকিব-মুস্তাফিজের আর দেশে ফেরা হবে না। আইপিএল শেষ করার পরপরই আরব আমিরাত ও ওমানে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আইপিএল শেষে তাই দুই ক্রিকেটার সেখানেই বাংলাদেশ দলের সাথে অনুশীলনে যোগ দেবেন।

news24bd.tv/আলী