চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

অনলাইন ডেস্ক

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামে নিরাপত্তা চুক্তির এরইমধ্যে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে।

ফ্রান্সের দাবি, শক্তিধর তিন দেশের এই সিদ্ধান্ত নিষ্ঠুর, একতরফা ও তাড়াহুড়ার সিদ্ধান্ত।  
 
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন এই ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠনের ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্স গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। পশ্চিমা কোনো মিত্র দেশ থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো খুবই অস্বাভাবিক ঘটনা।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ফ্রান্স তাদের রাষ্ট্রদূতদের এই প্রথমবারের মতো ডেকে পাঠাল।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফ্রান্সের পিঠে ছোরা বসানোর মত কাজ করেছে। যে সমঝোতা হয়েছে তাতে মিত্র দেশ ও অংশীদারদের মধ্যে এমন আচরণের বিষয় রয়েছে যা গ্রহণযোগ্য নয়। ইউরোপের জোটসমূহের যে লক্ষ্য, অংশীদারিত্বের ওপর এর প্রভাব পড়বে।

আরও পড়ুন


দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ হেলসিংকি থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইভ্যালীর এমডিকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

ঢাবির হল খুলছে ৫ অক্টোবর

রূপগঞ্জে ৬ হাজার পরিবার পেল বসুন্ধরা গ্রুপের সহায়তা


গত বুধবার করা ঐতিহাসিক এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ কথা বলা হয়েছে। এই চুক্তিকে চীনও স্নায়ু যুদ্ধের মানসিকতা বলে সমালোচনা করেছে।

news24bd.tv রিমু