শত কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় বিলাসী জীবন

শত কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় বিলাসী জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বিভিন্ন ব্যাংক থেকে শত কোটি টাকা ঋণ আত্মসাত করেছেন ব্যবসায়ী হোসাইন হায়দার আলী (৫০)। দশ বছর আত্মগোপনে থাকার পর গতকাল শনিবার ঢাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।    

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হোসাইন হায়দার নগরীর কোতোয়ালী থানার লাভলেইন আবেদিন কলোনি এলাকার বাসিন্দা মৃত হায়দার আলী জিওয়ানীর ছেলে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, জুবিলি রোডে মেসার্স জুবলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ছিল হায়দার আলীর।

ঢাকায় পাড়ি দেওয়ার আগে তিনি পণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন। সেই টাকা আত্মসাত করে তিনি আত্মগোপনে যান।  

আরও পড়ুন


দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ হেলসিংকি থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইভ্যালীর এমডিকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

রূপগঞ্জে ৬ হাজার পরিবার পেল বসুন্ধরা গ্রুপের সহায়তা


তিনি আরও জানান, গতকাল শনিবার গ্রেপ্তার হোসাইন হায়দার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv রিমু