দেশের যেসব এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

দেশের যেসব এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

আজ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন


দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ হেলসিংকি থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শত কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় বিলাসী জীবন

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

রূপগঞ্জে ৬ হাজার পরিবার পেল বসুন্ধরা গ্রুপের সহায়তা


আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫.৪৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৫৯ মিনিটে।  

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক