যে দিন পর্যন্ত ডাউনলোড করা যাবে রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

যে দিন পর্যন্ত ডাউনলোড করা যাবে রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে। যা চলবে ৬ আগস্ট পর্যন্ত।

এবারের ভর্তি পরীক্ষা হবে ৮০ নম্বরের উপর। এবার ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। www.ru ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন


আজ থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু, কেজি ৩০ টাকা

১৬০টি ইউপিতে নির্বাচন সোমবার, বিনা ভোটে জয় ৪৩ আ.লীগ প্রার্থীর

হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী


এর আগে গত ১৭ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৪ অক্টোবর 'সি' ইউনিট, ৫ অক্টোবর 'এ' ইউনিট ও ৬ অক্টোবর 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১ নির্ধারিত হয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই তিন শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে।

news24bd.tv এসএম