সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Other

সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলেছে।  

রোববার (১৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ডাকা ঐ ধর্মঘট ভোর ৬ টা থেকে  শুরু হয়। তবে কতদিনের জন্য চলবে এই ধর্মঘট তা স্পষ্ট করেনি শ্রমিক ইউনিয়নের নেতারা।
  
জানা গেছে, সরজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা দূর-পাল্লার বাসগুলো সুনামগঞ্জ পোঁছছ তাদের নির্দিষ্ট বাস কাউন্টারের সামনে এসে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি বাস টার্মিনালে নিয়ে গিয়ে পার্কিং করে চালকরা চলে যাচ্ছেন।

  পরে হেল্পার গাড়ি ধুয়ে মুছে রাখছেন। তবে অনেক গাড়ির চালকরা কাউন্টারের সামনে গাড়ি রেখে গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়েছেন।  

এদিকে, রোববার সকাল পর্যন্ত বাস টার্মিনালে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কোন নেতাকে দেখা যায় নি।
    
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান  বলেন, "আমার কাছে শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল।

আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম। " 

আরও পড়ুন


দুই দিনের যাত্রাবিরতি শেষে আজ হেলসিংকি থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেকনাফে অস্ত্রসহ মাদক কারবারি আটক

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

দেশের যেসব এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে


তিনি আরও বলেন, "যেহুতু আমার এলাকায় চাঁদাবাজি ঘটনাটি ঘটছে না তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। "

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন  বলেন, "সুনামগঞ্জ ও সিলেটের পরিবহণ মালিক শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধান করব। "

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক