গুলশান-বনানী লেক ঘিরে বৃহৎ প্রকল্প অনুমোদনের পথে হাঁটছে ডিএনসিসি

গুলশান-বনানী লেক ঘিরে বৃহৎ প্রকল্প অনুমোদনের পথে হাঁটছে ডিএনসিসি

Other

প্রশাসনিকভাবে বার বার নিষেধ করা সত্বেও গুলশান-বনানী লেকগুলোর সাথে পয়োবর্জ্যের সংযোগ বন্ধ করছেন না এই অভিজাত এলাকার কিছু বাড়ি মালিক। লেক পাড়ের বাসিন্দাদের অভিযোগ, এসব কারণেই গুলশান-বনানী লেক পরিণত হয়েছে নর্দমায়। এমন সমস্যার স্থায়ী সমাধান চায় সিটি কর্পোরেশন। জানা যায় এসব লেক ঘিরে বৃহৎপ্রকল্প অনুমোদনের পথে হাঁটছে ডিএনসিসি।

  

চারদিকে ময়লা-আবর্জনা আবার কোথাও কুঁচকুঁচে কালো পানিতে ছড়াচ্ছে উৎকট গন্ধ। এক নজর দেখে এটাকে বড় কোন নর্দমা মনে হতেই পারে। কিন্তু এই চিত্র রাজধানীর গুলশান-বনানী লেকের।

অভিযোগ আছে এই অভিজাত এলাকার কিছু বাড়ি মালিক লেকের সাথে পয়ঃনিষ্কাশনের সংযোগ দিয়ে আসছে।

এর ফলে দুর্গন্ধে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই লেক। লেক পরিস্কার রাখতে রাজউক এবং সিটি কপোরেশনের পক্ষ থেকে বহুবারই তদারকি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এতে কোন স্থায়ী প্রতিকার দেখছেন না বলে জানায় লেকপাড়ে ঘুরতে আসা মানুষেরা।

আরও পড়ুন


সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

টেকনাফে অস্ত্রসহ মাদক কারবারি আটক

চীনকে ঠেকাতে অকাস চুক্তি তীব্র সমালোচনার মুখে

রাজধানীর পল্লবীতে অটোরিকশা চাঁদা আদায়ের রমরমা বাণিজ্য


তবে এমন সমস্যার স্থায়ী সমাধানে এবার ডিএনসিসির নানা উদ্যোগের কথা জানালেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।  

এদিকে লেকে ময়লা-আবর্জনা আর মশার উপদ্রব থেকে বাঁচার উপায় হিসেবে এবার গুলশান-বনানী লেকে মাছ চাষের উদ্যেগ নিয়েছে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

news24bd.tv রিমু