সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ৩০

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ৩০

Other

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নোয়াখালির দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত ৩০ জন যাত্রী। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

বড় ভাইয়ের দুই কিডনিই বিকল, ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

আজ থেকে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশের খেলা


বাসে থাকা যাত্রী মনোয়ার আহমদ হিমেল বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ডুবে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত যাত্রী ও বাস উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

news24bd.tv এসএম