১ অক্টোবর থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

Other

দীর্ঘ বিরতির পর আবারো শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তন জুড়ে হবে উৎসব আয়োজন।   তবে এবারের উৎসবে থাকছে না ভারতীয় সাংস্কৃতিক দলের উপস্থিতি। শুধুমাত্র দেশীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় অনুষ্ঠিত হবে উৎসবের নবম আসর।

 

গঙ্গা-যমুনা নাট্যোৎসব। রাজধানীতে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সবথেকে বড় আয়োজন। উৎসবমুখর পরিবেশে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই উৎসবের নবম আসর। করোনার কারণে গেলো বছরে বন্ধ রাখা হয় এই উৎসব।

news24bd.tv

রাজধানীর শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তন জুড়ে হবে উৎসব। বাংলাদেশের পাশাপাশি প্রতি উৎসবে ভারতীয় নাট্যদল অংশ নিলেও এবারের উৎসবে থাকবে না তাদের উপস্থিতি। করোনার কারণে নানান সংকট থাকায় উৎসবে অংশ নেবে শুধুমাত্র দেশীয় সাংস্কৃতিক সংগঠন।    

উৎসব আয়োজনে এখন চলছে তোড়জোড় প্রস্তুতি। মঞ্চনাটকের পাশাপাশি থাকবে নাচ, গান, আবৃত্তি, পথনাটক ইত্যাদি।

আয়োজকরা জানান, এ উৎসবের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারো জমে উঠবে থিয়েটার প্রাঙ্গণ। প্রায় তিন হাজারের বেশি শিল্পী অংশ নেবেন এবারের উৎসবে। দশ দিনব্যাপাী এ উৎসব চলবে ১২ অক্টোবর পর্যন্ত।