'নতুন' ঘরের মাঠে অভিষেক হচ্ছে মেসির

'নতুন' ঘরের মাঠে অভিষেক হচ্ছে মেসির

অনলাইন ডেস্ক

আজ বাংলাদেশ সময় রাত একটায় লিগ ওয়ানে নিজেদের ষষ্ঠ ম্যাচে অলিম্পিক লিঁওর মুখোমুখ হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।  

লিগে পাঁচ ম্যাচের সবগুলোত জয় নিয়ে লিগে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে আধিপত্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিজ্ঞা কোচ মাউরিসিও পচেত্তিনোর।

পচেত্তিনো বলেন, ‘আমরা চলতি মৌসুমে বড় বড় নামগুলোকে দলে ভিড়িয়েছি।

তবে এখন সময়ে হয়েছে দল হিসেবে মাঠে নামার। ’

এর আগে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। তবে প্রথম ম্যাচে এই তিনজনের রসায়ন তেমন জমেনি। ম্যাচও জেতা হয়নি পিএসজির।

রও পড়ুন:

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?


পচেত্তিনো বলেন, ‘তাদের নিয়ে আরও কাজ করতে হবে। যাতে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ে। এটাই স্পষ্ট। গেল কয়েকদিন ধরে এটি নিয়েই কাজ করছি। এখনও দল হিসেবে উন্নতি করার সুযোগ রয়েছে আমাদের। ’

এদিকে ম্যাচ সহজে ছাড়তে চায় না অলিম্পিক লিঁও। জেরদান শাকিরি ও জেরোমে বোয়েটাংক দলে ভিড়িয়ে শক্তিও বাড়িয়েছে লিঁও।

news24bd.tv/ নকিব