আদালতের দ্বারস্থ জেমস

আদালতের দ্বারস্থ জেমস

অনলাইন ডেস্ক

নব্বই দশকের অনেকের শৈশব, কৈশোর শুরু হয়েছে রকস্টার নগরবাউল জেমস এর মনমাতানো সব গানে। যিনি সবসময় মঞ্চ মাতিয়েছেন অসংখ্য রক গানে, সেই তারকা এবার আদালতের শরণাপন্ন হয়েছেন।

একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে যান জেমস। তবে আদালতের পরামর্শে মামলা না করে ফেরত যান তিনি।

জানা যায়, আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন জেমস। এ সময় বিচারক তাকে গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। দুপুর ১টার দিকে তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন।

পরে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন।

news24bd.tv/এমি-জান্নাত