পিএসজি পেনাল্টি পেলে শট কে নেবে?

পিএসজি পেনাল্টি পেলে শট কে নেবে?

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ের সেরা কিছু তারকাদের সমাবেশ ঘটেছে ফরাসি ক্লাব পিএসজিতে। এবারের ট্রান্সফার উইন্ডোতে মেসি ও রামোস যোগ দিয়েছেন। আগে থেকেই ছিলেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা।  

এতোদিন বার্সেলোনাতে সব পেনাল্টি কিক নিতেন মেসি, রিয়াল মাদ্রিদে নিতেন রামোস।

আর পিএসজিতে এর আগে পেনাল্টি কিক এমবাপ্পে ও নেইমার ভাগাভাগি করে নিতেন। প্রথমটি নিতেন নেইমার, পরেরটি ছিলো এমবাপ্পের!

কিন্তু দলে এতো পেনাল্টি কিক স্পেশালিস্ট নিয়ে এক মধুর সমস্যায় পড়েছে পিএসজি। মেসি, নেইমার, রামোস, এমবাপ্পে সবাই যে একই দলে! কে নেবেন পিএসজির পেনাল্টি শট? 

রও পড়ুন:

তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?


এ বিষয়ে কথা বলেছেন পিএসজ ‘র খেলোয়াড় আন্দের হেরেরা। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে পিএসজি’র পেনাল্টি শট নেওয়া প্রসঙ্গে হেরেরা বলেন, ‘সত্যটা হচ্ছে এটা নিয়ে এখনো কোনো আলোচনাই হয়নি, আমরা এটা নিয়ে কথা বলিনি।

তবে একটা কথা নিশ্চিত, আমি কিন্তু এটা নিব না (হাসি)। এটাই একমাত্র বিষয় যা আমি নিশ্চিত। ’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় পেনাল্টি নেওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। মেসি-নেইমার-এমবাপ্পের মধ্যে দারুণ সম্পর্ক। তবে এটা কে নিবে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ’

news24bd.tv/ নকিব