শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির ব্যাপারে অবহেলা নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির ব্যাপারে অবহেলা নয়: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না।  

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হয়েছে-এমন কোনো খবর পাইনি। সবাই সচেতন ও সতর্ক থাকার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আসেনি।

আজ রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি এবং এটি অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।  

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


তিনি আরও বলেন, এখনও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল করতে পারেনি।

বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি।

স্কুল পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম