বেঁচে থাকলে সালমান শাহর বয়স হতো ৫০

বেঁচে থাকলে সালমান শাহর বয়স হতো ৫০

অনলাইন ডেস্ক

আজ ১৯ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ'র ৫০তম জন্মদিন। মৃত্যুর দুই যুগ পরে এখনো আকাশচুম্বী জনপ্রিয়তা তার। বিশেষ এই দিনে সালমান শাহকে স্মরণ করছে তার ভক্ত ও অনুরাগীরা। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকা এবং তার সহশিল্পীরাও ভালোবাসা জানাচ্ছেন।

তবে সবার চেয়ে সালমান শাহকে ঘিরে শাবনূরের আবেগ, স্মৃতি যেন একটু বেশি। আর তাই নিজের ইউটিউব চ্যানেলে সালমান শাহ কে নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

শাবনূর বলেছেন, সালমান শাহ, এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সোনালি সময়। অতি অল্প সময়ে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন।

প্রতি বছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসা অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্র ভিড়ে। ভালো থেকো সালমান শাহ, প্রতিদিন; যেখানেই আছো।


আরও পডুন

আদালতের দ্বারস্থ জেমস


৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ। অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান, দাগ কেটে গেছেন কোটি ভক্তের মনে। যা তার চলে যাওয়ার এতো বছর পরেও উজ্জ্বল।

news24bd.tv/এমি-জান্নাত