বাগেরহাটে ৩ ঘণ্টা পর প্লাইউড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

বাগেরহাটে ৩ ঘণ্টা পর প্লাইউড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

Other

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চাঁপাতলা এলাকায় (টিকে গ্রুপের) প্লাইউড ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালে এলাকাবাসী ধোয়ার কুন্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ৩ ঘণ্টা চেষ্টার পর বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এ অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ফায়ার সার্ভিস ও কোম্পানীর মালিক পক্ষের কেউ কিছু বলতে
পারেনি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, চাঁপাতলা এলাকায় অবস্থিত টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রীন বোর্ড এন্ড ফাইবার মিলস লিমিটেডে সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরির ইঞ্জিন রুমে মজুত রাখা তেল থেকে আগুনের সূত্রপাত হয়। এ জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। আগুন নেভাতে সোডিয়াম বাই কার্বনেট ও অ্যালমিনিয়াম সালফেড দিয়ে তৈরি বিশেষ ফোম ব্যবহার করতে হয়েছে।

news24bd.tv তৌহিদ