ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের

ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের

Other

ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশের। এমনকি ইলিশের ভান্ডারখ্যাত সোয়াস অব নো গ্রাউন্ডেও ইলিশের দেখা নেই। ফলে খালি হাতেই জেলেদের বাড়ি ফিরতে হচ্ছে। ইলিশ আহরণে পার হয়েছে প্রায় ছয় মাস।

কিন্তু লাভের মুখ দেখেনি জেলে- মহাজন। আর এতে বাগেরহাটের মৎস্য পল্লীতেও নেই কর্মচাঞ্চল্য। মৎস্য বিভাগ বলছে, আবহাওয়া স্বাভাবিক হলেই মিলবে কাঙ্খিত ইলিশ।   

গভীর সাগর, সুন্দরবন ও উপকূলীয় নদীর মোহনা বলেশ্বর, পশুর, পানগুছি, মধুমতি, ভৈরব ও দড়াটানা নদীতে জালে ধরা পড়ছেনা ইলিশ।

ইলিশ না পেয়ে ফিরে আসা একেকটি ফিশিং ট্রলারে মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত। এতে তেল খরচও ওঠেনি তাদের। জেলে ও ট্রলার মালিকদের অভিযোগ, ইলিশের ভরা মৌসুমে ৬৫ দিনের নিষেজ্ঞা থাকায় পাশ্ববর্তীদের দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে গেছে।
তবে এমন অবস্থা সাময়িক, বললেন জেলা মৎস্য কর্মকর্তা।


আরও পডুন

যে দেশে সর্বনিম্ন বেকারত্বের রেকর্ড

ইভ্যালির লাখো গ্রাহকের মাথায় হাত!

সালমানকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শাবনূর!

আদালতের দ্বারস্থ জেমস


তিনি বলেন, ইলিশ মাছের সংখ্যা কমার পেছনে অনেক কারণের মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তন। তাই এবিষয়ে সবাই সচেতন হবেন, এমনটাই প্রত্যাশা তার।

news24bd.tv/এমি-জান্নাত