প্রতি মাসে ২ কোটি ডোজ টিকা

প্রতি মাসে ২ কোটি ডোজ টিকা

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে প্রতি মাসে দুই কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে লাইভে এসে টিকাদানের এ পরিকল্পনার কথা জানান মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

খুরশীদ আলম জানান, আমাদের হাতে পর্যান্ত পরিমাণ টিকা রয়েছে। তাই সামনের দিনগুলোতে টিকা পাওয়ার উৎস নিশ্চিত করেছি।

তিনি আরও বলেন, সারাদেশে প্রতি মাসে ১ কোটি থেকে ২ কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। তার প্রেক্ষিতেই মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচি চলছে। আগামী দিনগুলোতে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে আরও গতি বাড়াতে হবে।


আরও পডুন

ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের

যে দেশে সর্বনিম্ন বেকারত্বের রেকর্ড

ইভ্যালির লাখো গ্রাহকের মাথায় হাত!

সালমানকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শাবনূর!


news24bd.tv/এমি-জান্নাত