গ্রাহকের এক হাজার কো‌টি টাকা নিয়ে উধাও!

গ্রাহকের এক হাজার কো‌টি টাকা নিয়ে উধাও!

অনলাইন ডেস্ক

ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কয়েক হাজার গ্রাহ‌কের প্রায় এক হাজার কো‌টি টাকা আত্মসাৎ করে চলে গেছে অভিযোগ উঠেছে। ভোলায় এই ঘটনা ঘটেছে। এদিকে পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন ক‌রে‌ন ভুক্তভোগী গ্রাহকরা। আজ রোববার আনুমানিক বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব ও সামসুদ্দিন মা‌র্কেটের সাম‌নে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেন।

মানববন্ধনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করায় প্রতিষ্ঠানটির চেয়ারম‌্যান মঞ্জুর আলম, তাঁর শ্বশুর আবদুল খালেক, স্ত্রী, শ্যালক ও ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন ব‌লেন, ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেড গ্রাহকদের বেশি লাভ দেওয়ার কথা বলে প্রায় এক হাজার কো‌টি টাকা আত্মসাৎ ক‌রে আত্মগোপন করেছে। নিজেরা বিভিন্ন জায়গায়  সম্প‌দের পাহাড় গড়লেও গ্রাহকদের টাকা নিয়ে টালবাহানা করছে।

ভুক্তভোগী জানিয়েছে, ইউনাইটেড মাল্টিপারপারস কো-অপা‌রেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান, তাঁর শ্বশুর, স্ত্রী, শ্যালক, ভাই ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাতটি প্রতারণা মামলা করা হয়েছে।

মামলাগুলোতে বেশির ভাগ আসামিকে আটক করার নির্দেশ আছে আদালতের।

news24bd.tv/এমি-জান্নাত